বাস চুরি করে পালানোর সময় উল্টে গেল সড়কে
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৮:২৬ AM , আপডেট: ০৪ মার্চ ২০২৫, ০৮:৩৭ AM

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে মিয়ামি এয়ারকনের একটি বাস চুরি করে পালিয়ে যাওয়ার পথে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গিয়ে তা সড়কের পাশে উল্টে পড়ে যায়। এ সময় গাড়িটি ফেলে পালিয়ে যায় চোর। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ মার্চ) দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবীদ্বারের ভিরাল্লা এলাকায়।
স্থানিয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে মিয়ামি এয়ারকন বাসটি দ্রুতগতিতে ভিরাল্লা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। পরে বাস ফেলে চালকবেশী চোর পালিয়ে যায়। খবর পেয়ে মিয়ামী এয়াকরন বাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে।
আরো পড়ুন: ফরম পূরণে ‘অতিরিক্ত ফি’ নেওয়ার অভিযোগ রাজশাহী কলেজের বিরুদ্ধে
মিয়ামি এয়ারকন বাসের সুপারভাইজার হৃদয় মিয়া বলেন, ‘জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে রবিবার (২ মার্চ) রাতে এই বাসটি ছিলো। এদিন সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস নেই। পরে ভাবছি হয়তো ড্রাইভার কোথাও পার্কিং করে রেখেছে। পরে জানতে পারি বাসটি দেবিদ্বারে সড়কে উল্টে পড়ে আছে।
মালিক পক্ষের মো: স্বপন বলেন, ‘গাড়ির চালক জহির মিয়া বাসটিকে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে বাসায় চলে যা। ধারণা করা হচ্ছে গাড়ির হেল্পার বাসটিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় বাসটি উল্টে যায়। এর আগে কালিকাপুর এলাকায় একটি সিএনজি ও একটি ট্রাক্টরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসে। তাড়াহুড়া করে চুরি করা বাসটি নিয়ে যাওয়ার সময় একাধিক স্থানে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।’
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থখা নেবে।’