রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১০:৫১ AM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ (১ মার্চ) অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে দেশের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরের মাধ্যমে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আল্লাহ তায়ালার অশেষ রহমত ও বরকতের মাস রমজানের আগমনের অপেক্ষায় দেশবাসী। আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী চাঁদ দেখা গেলে আগামীকাল থেকেই শুরু হবে আত্মশুদ্ধির এই পবিত্র মাস।