১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯

আইসিটি খাতের দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রেস সচিব শফিকুল আলম  © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের অধীনে অগ্রাধিকারপ্রাপ্ত আইসিটি খাতে দুর্নীতির তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার । আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গত কিছুদিন ধরে আইসিটি এবং ডিজিটালাইজেশন সংক্রান্ত বেশ কিছু দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ড. ইউনূসও এই খাতে দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন। এই শ্বেতপত্র তৈরির জন্য আইসিটি খাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। তাদের কাজ হবে, "ডিজিটাল বাংলাদেশ" প্রকল্পের নামে কীভাবে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, কত টাকা পাচার হয়েছে, এবং সুনির্দিষ্টভাবে কোন খাতে কত টাকা ক্ষতি হয়েছে তা চিহ্নিত করা।

শফিকুল আলম আরও জানান, আগামী দুই মাসের মধ্যে কমিটি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে।