অব্যবহৃত মোবাইল ডাটা পরবর্তীতে কেন যুক্ত হবে না—জানতে চেয়ে হাইকোর্টের রুল

হাইকোর্ট
হাইকোর্ট  © সংগৃহীত

মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা, মিনিট ও এসএমএস কেন পরবর্তী কেনা প্যাকেজের সঙ্গে যুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলের জবাব দিতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মিজানুর রহমান কায়েস, যিনি পরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশে প্রায় এক কোটি ৩১ লাখ গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। আইন অনুযায়ী, মোবাইল ফোনে ক্রয়কৃত অব্যবহৃত ডাটা পরবর্তী কেনা ডাটার সঙ্গে যুক্ত হওয়ার কথা। কিন্তু মোবাইল অপারেটররা সেই নিয়ম অনুসরণ করছে না। অব্যবহৃত ডাটা, মিনিট ও এসএমএস গ্রাহকের প্রাপ্য হলেও তা পরবর্তীতে আর ব্যবহার করতে দেওয়া হয় না।

তিনি আরও জানান, মোবাইল অপারেটরদের এ অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৩ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে আইনি নোটিশ পাঠানো হয়। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি গত ২৩ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন।

আজ সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন, যা মোবাইল গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


সর্বশেষ সংবাদ