গাজীপুরের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহা. জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে, গাজীপুর -১ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।’
ঘোষিত প্রার্থীরা হলেন গাজীপুর-২ আসনে (গাজীপুর সিটির একাংশ ও টঙ্গী) মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হোসেন আলী, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাহাঙ্গীর আলম, গাজীপুর-৪ (কাপাসিয়া ও সদর উপজেলা একাংশ) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগরীর সদর থানার আমির অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী, গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর উপজেলার একাংশ) আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খায়রুল হাসান।