বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক

ফখরুল আনোয়ার
ফখরুল আনোয়ার  © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকার একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। 

তিনি বলেন, শনিবার রাত ১টার দিকে বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ারকে আটক করে খুলশী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এখানে আর কেউ আছে কি না তা খোঁজা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, চট্টগ্রামের উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারের ছেলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম নগরীর  টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। এদিন রাত ৯টার দিকে কিছু যুবক কনভেনশন সেন্টারের বাইরে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে।


সর্বশেষ সংবাদ