সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল, সম্পাদক মোজাহিদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ AM

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে এ সভা করা হয়। এতে উপস্থিত নেতা ও সদস্যদের উন্মুক্ত আলাপ-আলোচনা ও মতামতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে মো. নুরুল ইসলাম ও মো. মোজাহিদুল ইসলামকে মহাসচিব করা হয়েছে। তারা ২০২৫-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্য হলেন, সহ-সভাপতি মো. হোছাইন, কাজী জহিরুল ইসলাম, মো. সাইদুল ইসলাম তালুকদার, মুহা. জাকির হোসাইন, মো. আশিকুল হক শহীদ ও মো. মতিউর রহমান, যুগ্ম-সম্পাদক খন্দকার ফেরদৌস আলম, মো. আব্দুল্লাহ আল-মামুন, মো. মিলন মোল্লা, মো. ওবায়দুল ইসলাম রবি, মো. মোজাম্মেল ও মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসনাত ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন রতন।
এ ছাড়া অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর-রশিদ, সহ-দপ্তর সম্পাদক মো. শামিম হোসেন ও মো. মাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মোফাচ্ছেল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. ফজলুল হক, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সারোয়ার জাহান ও সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন মো. ছাইদুর রহমান।
আরো পড়ুন: ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের
ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন, মহিলা সম্পাদিকা সাজিয়া কোরাইশি, সহ-মহিলা সম্পাদিকা মোসা. সোনিয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবছার হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নাদিম মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাই (হাবিব) ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জালাল আহমেদ।
পাশাপাশি নির্বাহী সদস্য মো. রিপন মিয়া, মো. হাবিবুর রহমান মিয়া, মো. ইকবাল হোসেন, মো. নুর এ আলম, মো. নাজমুল হাসান, মো. গাজী, মো. শাকিল, মো. ফেরদাউস, মো. আসাদুল ইসলাম, মো. সুজন সরদার, শেখ সাইফুল্লাহ ও মো. সজিব শেখ।