সব দলই একটি ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা অনুভব করেছে: জামায়াত সেক্রেটারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ PM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলই একটি ঘোষণাপত্র হওয়ার প্রয়োজন অনুভব করেছে। তবে তাড়াহুড়ো করলে ৫ই আগস্টে গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে। তাই সময় নিতে হবে। এতে রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে মতবিনিময় করতে হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।
জামায়াত সেক্রেটারি বলেন, জুলাই অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষাকে ধারণ করে অভ্যুত্থানের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার পূর্বাপর ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটা সুলেখিত ঘোষণাপত্র কিভাবে তৈরি করা যায় সে আলোচনা বৈঠকে হয়েছে। আমরা আলাদা আলাদাভাবে প্রস্তাবনা দিব। পরবর্তীতে সবগুলোকে একত্র করে একটি সুন্দর ঘোষণাপত্র তৈরি করা হবে।
বিস্তারিত আসছে...