নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেফতার যুবলীগ নেতা

যুবলীগ নেতা পাহ্ন নাথ রাহুল
যুবলীগ নেতা পাহ্ন নাথ রাহুল  © সংগৃহীত

নোয়াখালী পৌরসভায় অভিযান চালিয়ে অস্ত্র ও ম্যাগাজিনসহ পাহ্ন নাথ রাহুল (৩৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৪ই জানুয়ারি) দুপুরে ২নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত পাহ্ন নাথ রাহুল (৩৯) পৌর এলাকার মৃত সুকমার নাথের ছেলে। তিনি নোয়াখালী জেলা যুবলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের মাস্টার পাড়া ‘অপরাজিতা’  ভবনের ৩য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যুবলীগ কর্মী পাহ্ন নাথ রাহুলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ইউ.এস.এ তৈরী পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। 

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।’


সর্বশেষ সংবাদ