১০ জানুয়ারি ২০২৫, ১২:০৩

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

নিহত তানভীর আহমেদ রুবেল বিশ্বাস  © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর আহমেদ রুবেল বিশ্বাস (৪৫) নামের এক যুবলীগের নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার সলিমপুর ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে ঈশ্বরদী রুপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহত রুবেল বিশ্বাস ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাকশীর বাঘইল সরদারপাড়া গ্রামের মাইন উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি ঈশ্বরদী রেলগেটে রুপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শিমুল বিশ্বাসের ভাই।

রুবেল বিশ্বাসের ভাই শিমুল বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে) রোডের মানিকনগরে সলিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হোটেল ব্লু ক্যাসটেলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রুবেল ও অপর মোটরসাইকেলের দুই আরোহীসহ ৪ জন গুরুতর আহত হন।

আরও পড়ুন: পঞ্চগড়ে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে রুপসী বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় রুবেল মারা যান।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।