আসামির হামলায় দুই পুলিশ সদস্য আহত
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ AM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৫০ AM
ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের হামলায় বোরহানউদ্দিন থানা পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) রাতে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিমন্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক।
জানা গেছে, বড়মানিকা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা আলিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকার নসুর ছেলে মাদকাসক্ত রুবেলের বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
এদিন, পুলিশের দুই সদস্য গ্রেপ্তারে অভিযানে গেলে রুবেলের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে। এতে ওই দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন- বোরহানউদ্দিন থানার এ.এস.আই মো. নুরুল ইসলাম ও এ.এস.আই মোহাম্মদ আলমাস হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের বাসিন্দা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুবেলকে ধরতে ওই গ্রামে অভিযান চালায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল। অভিযানে আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে আসামি রুবেলের সঙ্গে থাকা লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা আসামি রুবেলকে ছিনিয়ে নেন। এসময় হামলায় বোরহানউদ্দিন থানা পুলিশের দুই এসআই গুরুতর আহত হন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক বলেন, আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা এখন শঙ্কামুক্ত।