ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে সাদা দলের মতবিনিময়

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে ঢাবি সাদা দলের মতবিনিময়
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে ঢাবি সাদা দলের মতবিনিময়  © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে ঢাবি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। রবিবার (৫ জানুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের গেমস রুমে এমন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে সাদা দলের পক্ষ থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সাদা দলের বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. সালাম মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, কলা অনুষদ সাদা দলের আহ্বায়ক ও কলা অনুষদের ডীন এবং বিভিন্ন অনুষদের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের নেতৃত্বে ঢাবির তরুণ সাংবাদিকেরা সাদা দলের নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সমসাময়িক বিষয় যেমন ডাকসু, শিক্ষক সমিতি নির্বাচন, শিক্ষক ও কর্মকর্তাদের দলীয় প্যানেলে নিয়োগ, নারী শিক্ষার্থীদের আবাসন সংকট, গণরুম-গেস্টরুম ফিরে আসা নিয়ে শিক্ষার্থীদের ভয়, সাদা দলের বিরুদ্ধে দলীয় লেজুড়বৃত্তির অভিযোগ ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

এসময় সাদা দলের বিদ্রোহী অংশ নিয়ে দলের সাবেক আহ্বায়ক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এখন পতিত স্বৈরাচারের দোসরদের আপনারা বিভিন্ন রূপে দেখতে পাবেন। আপনারা তাদের অ্যাডহক কমিটি রূপেও দেখতে পারেন।

তিনি বলেন, নেতৃত্ব তো কেউ কাউকে দেয় না। এটা কাজের মাধ্যমে অর্জন করে নিতে হয়। এমন না যে, কেউ কোনো আন্দোলন সংগ্রামে থাকবে না, মিছিল, মিটিংয়ে থাকবে না আর নেতৃত্ব দাবি করলেই তাকে দিয়ে দেওয়া হবে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে দলের নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। এখানে তারা ভোট না পেলে দোষ কাদের? এখন তারা ফ্যাসিস্টদের মতো বলতে পারে নির্বাচন সুষ্ঠু হয় নাই। সুতরাং আপনারাই বুঝে নিন কোন অংশ সঠিক সাদা দল আর কোন অংশ মিথ্যা।

এসময় ডাকসু নির্বাচন নিয়ে প্রফেসর ওবায়দুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট ছাত্র সংগঠন ব্যতীত সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের অবাধ বিচরণের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত হলে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন করতে পারে।

সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান বলেন, সাদা দল বিশেষ রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না। এটি কোনো বিশেষ রাজনৈতিক দলের পারপাস সার্ভ করে না। সদা দল আগেও কোন বিশেষ দলের হয়ে কাজ করেনি, আর ভবিষ্যতেও কাজ করার সম্ভাবনা নেই।

কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে সাদা দল কাজ করে। সাদা দল এই ফ্যাসিবাদের আমলে যেসব কাজ করেছে তা অব্যাহত থাকবে।

নীল দলের শিক্ষকদের ব্যাপারে তিনি বলেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যারা এই জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে আমরা তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার  জন্য বলেছি। যেসব শিক্ষকরা হামলার পিছনে মদদ দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি। 

ভবিষ্যতে সাদা দলের কোন শিক্ষক যদি কোন অপরাধমূলক আজ করে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, এই শিক্ষক সমিতির অধীনে কোন নির্বাচন হবে না। আমরা সাদা দল ও সাধারণ শিক্ষকেরা এ ব্যাপারে অতি দ্রুত সিদ্ধান্ত নেব।

ডাকসু নিয়ে তিনি বলেন, ডাকসুর ব্যাপারে প্রশাসন এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্দেশনা দেয়নি। তারা নির্দেশনা দিলে আমরা আমাদের মতামত জানাব।

সাদা দলের বিদ্রোহী অংশকে নিয়ে তিনি বলেন, সাদা দল ২০১১ সালে প্রণীত একটি সংবিধানের আলোকে পরিচালিত হয়। সাদা দলের বর্তমান কমিটি সংবিধান মেনেই হয়েছে। যারা ভিন্ন কমিটি গঠন করেছেন তারা পদ না পেয়ে ভিন্ন কমিটি গঠন করেছেন। আমাদের আগামীকাল সাধারণ সভা আছে। আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব তাদের ব্যাপারে। কারণ একই নামে দুইটি সংগঠন থাকতে পারে না।


সর্বশেষ সংবাদ