সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ
সাতক্ষীরার সদর উপজেলার শিকড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) শ্বাসরোধে হত্যার পর স্বামী আবদুল জলিল সম্রাট (৩৬) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত সম্রাট শিকড়ি গ্রামের মৃত আবুল ঢালীর ছেলে। প্রায় ১৩-১৪ বছর আগে তার বিয়ে হয় কুশখালী গ্রামের নূর ইসলামের মেয়ে ফাতেমার সঙ্গে। তাদের সংসারে এক ছেলে (১১) ও এক মেয়ে (৮) রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, দিনমজুর সম্রাটের আয় দিয়ে সংসারের অভাব দূর না হওয়ায় এক বছর আগে ফাতেমা ছেলে-মেয়েদের নিয়ে ঢাকার একটি গার্মেন্টসে কাজ শুরু করেন। এটি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় ফাতেমা গ্রামে ফিরে আসেন। সোমবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে তারা শোবার ঘরে বিশ্রাম নিতে যান।
আরও পড়ুন: যেসব এলাকায় বুধবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
সন্ধ্যা পর্যন্ত কোনো সাড়া না পেয়ে সম্রাটের মা দরজায় ধাক্কা দেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখা যায়, সম্রাট ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন এবং ফাতেমা মৃত অবস্থায় পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের একপর্যায়ে ফাতেমাকে শ্বাসরোধে হত্যার পর সম্রাট আত্মহত্যা করেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।