সংসদে অধিকাংশ আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © ফাইল ফটো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অধিকাংশ আসন পেলেও বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘যদি আমরা সংসদে অধিকাংশ আসন পাই, তবে আমরা সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করব যারা সংসদে আসন জিতেছে।’

আজ রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে বিষয়টি জানান।

এর আগে গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘকাল ক্ষমতা থাকা উচিত নয় বলে মনে করেন বিএনপির এই নেতা।

সভায় তিনি বলেছেন, ‘আমরা সংস্কার চাই, আমরা সংস্কার বেশি চাই। কিন্তু আমরা এটাও চাই, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়।’


সর্বশেষ সংবাদ