ওমরাহ যাত্রীরা বিনামূল্যে সংরক্ষণ করতে পারবেন লাগেজ: কর্তৃপক্ষ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ PM
পবিত্র ওমরাহ পালনকারীদের লাগেজ বিনা মূল্যে সংরক্ষণের ঘোষণা দিয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার প্রতিবেদনে বলা হয়, মক্কা লাইব্রেরি ও গেট ৬৪ এর কাছে এ সুবিধা রাখা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বোচ্চ ৭ কেজি ওজনের ব্যাগ (বিচ্ছিন্ন জিনিস নয়) সংরক্ষণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা। সংরক্ষণাগারে ব্যাগ সর্বোচ্চ চার ঘণ্টা রাখা যাবে। ব্যাগের বাইরে কিছু রাখা যাবে না। তবে মূল্যবান ও নিষিদ্ধ জিনিসপত্র এবং খাবার ও ওষুধ রাখা যাবে না। ব্যাগ ফেরত নেয়ার জন্য জমা দেয়ার সময় একটি টিকিট নিতে হবে।
প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে গ্র্যান্ড মসজিদের চারপাশের সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে। সৌদি আরব সরকার অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা।
নুসুকের ওয়েবসাইটে বলা হয়েছে, এর মাধ্যমে ভ্রমণকারীরা খুব সহজেই সৌদিতে তাদের ভ্রমণ পরিকল্পনার বাস্তবায়ন করতে পারবেন। এর মাধ্যমেই ই-ভিসায় আবেদন করা, হোটেল বুক করা এবং ফ্লাইট বুক করার মতো সুবিধা পাওয়া যাবে। সমক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট গ্রহণ বাধ্যতামূলক।