‘আমার দেশ’ বাজারে এলো আজ, সকাল থেকেই পাবেন পাঠকেরা
বন্ধ হওয়ার প্রায় এক যুগ পর বাজারে এলো দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা। রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে মুদ্রিত পত্রিকা বাজারে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।
শেখ হাসিনার পালানোর অজানা কথা নিয়ে প্রথম দিন প্রকাশিত হয়েছে পত্রিকাটির প্রধান সংবাদ। ‘দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা' শিরোনামের প্রধান সংবাদে তুলে ধরা হয়েছে ছাত্র=জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে অজানা ও চাঞ্চল্যকর নানা তথ্য। আজ প্রকাশিত হয়েছে ক্রোড়পত্রসহ ৪৮ পৃষ্ঠা। দাম রাখা হয়েছে ১২ টাকা।
প্রসঙ্গত, ২০০৪ সালে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার যাত্রা শুরু হয়। দেশবিরোধী ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ক্ষমতার পট-পরিবর্তনের পর ফের পত্রিকাটি প্রকাশিত হলো আজ।