মাহফিল থেকে ফেরার পথে বাস খাদে, আহত ২১
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ PM
ঢাকার বাইতুল মোকাররম মসজিদ থেকে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় বাস। এতে বাসের প্রায় ২১ জন যাত্রী আহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বর্তমানে আহতরা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসে থাকা যাত্রীরা পরশুরাম উপজেলার চিথলিয়া, মির্জানগর, সলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নের বাসিন্দা। ঢাকা থেকে রিজার্ভ করা বাসটি ড্রাইভারের অপরিচিত রাস্তা ও কুয়াশায় আচ্ছন্ন থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।
২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. আসিফ ইকবাল বলেন, আহতদের আমরা চিকিৎসাসেবা দিয়েছি এবং গুরুতর আহত ছয়জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, ভোর রাত সাড়ে ৪ টার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের উদ্ধার করে আমাদের গাড়িতে করে ১২-১৩ জনকে স্থানীয় হাসপাতালে এবং সিএনজি অটোরিকশায় করে আরও ৫-৭ জনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। তবে তাদের মধ্যে তাৎক্ষণিক কারো পরিচয় জানা সম্ভব হয়নি।