জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ PM
জাতীয় নির্বাচন আগামী ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে প্রেস সচিব এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্দিষ্ট একটি সময়সীমা ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছি।
সন্ধ্যার ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, জুলাই আন্দোলনে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের কেউই আইনের ঊর্ধ্বে নয়। সরকার তাদের বিচারে বদ্ধপরিকর।
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে প্রেস সচিব উল্লেখ করেন, গত ১৫ বছরে শিক্ষা খাতে বাজেট বাড়ানো হয়নি বরং অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে, যার প্রভাব উচ্চশিক্ষার উন্নয়নে পড়েছে।
তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে একটি কমিশন গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নাসির উদ্দীন বলেন, সরকার চাইলে যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন।
উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।