নতুন বছর নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

  © টিডিসি সম্পাদিত

দিন আসে দিন যায়, তেমনি বছরও। এভাবেই রাত দিনের পালা বদলে বিদায় নিচ্ছে আরেকটি বছর। বিদায়ী বছরের হতাশা ও বঞ্চনাকে ছাপিয়ে মনকে প্রফুল্ল করে তোলে নতুন বছরের আগমনী বার্তা। ক্যালেন্ডারের নতুন পাতাটি উল্টিয়ে একসঙ্গে উচ্চারিত হয় ‘হ্যাপি নিউ ইয়ার’। নতুন দিনের আগমন, নতুন করে গন্তব্য।

নতুন প্রাণ চাঞ্চল্য, নতুন শপথ সব কিছুই যেন একাকার হয় বছরের প্রথম দিনটিতে এসে। অতীতকে মুড়িয়ে দিয়ে নতুন এক সময়কে বরণ করে নেয়ার অনুভূতি যেন একটু আলাদা। হতাশা ও অপ্রাপ্তিতে পিছনে ফেলে নতুন সম্ভবনাকে নিয়ে হাজির হয় নতুন বছর। সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষ ও  নতুন পরিকল্পনা নিয়ে পথচলায় অগ্রসর হয়। তাই নতুন বছরের ভাবনা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কি ভাবছেন তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী ইসমাইল হোসেন। 

নতুন বছর হোক সবার প্রত্যাশিত

দেখতে দেখতে শেষ হতে যাচ্ছে আরও একটি বছর। আমাদেরকে সাদরে বরণ করে নিতে হবে নতুন বছর-২০২৫ সালকে। অতীতের সকল ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ২০২৫ সালে নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। অতীতের ভালো মন্দের পর নতুন সময়ের সূচনা হয় আমাদের জীবনে। পুরোনো বছরে আমাদের হাজারো তৃপ্তি, ব্যর্থতা, আসা-আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়া ছিলো। ফেলে আসা দিনগুলোতে নিজের অপূর্ণতার সাধ পূর্ণতা দেওয়ার জন্য নতুন বছরে ভুল শুধরে এগিয়ে যাওয়া সঠিক সিদ্ধান্ত হবে। পুরোনো সব গ্লানি মুছে নতুনভাবে শুরু হোক জীবনের প্রতিটি অধ্যায়। নতুন বছর শুরু হোক সমৃদ্ধি আর কল্যাণের ছোঁয়ায়। এ প্রত্যাশাই থাকবে নতুন বছরে। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 

ইসমাইল হোসেন, শিক্ষার্থী, হাটহাজারী সরকারি কলেজ 

অপার সম্ভাবনাময় নতুন বছর ‘২৫’

মহাকালের গর্ভে আরও একটি বছর হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। অতীতের ব্যর্থতা গ্লানি মুছে নতুন বছরে নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখি। পুরোনো বছরের সংশয়, সংকট, উদ্বেগ কাটিয়ে ওঠে নতুন ভাবনা নিয়ে নতুন করে শুরু করাটাই আমাদের চাওয়া। এই অনাগত পঁচিশে আমি স্বীয় অন্তরাত্মাকে যেন আপন আলোয় উদ্ভাসিত করতে পারি। আত্মসংযম,  আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনার মাধ্যমে যেন আপন সত্ত্বাকে আরও বিশুদ্ধ করে তুলতে পারি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 

শুভ বড়ুয়া, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।


পূর্ণতায় ভরে উঠুক নতুন বছর 

নতুন বছর মানে নতুন প্রত্যাশা। নতুন বছর যতটা আকর্ষণীয় ততটা আশা-আকাঙ্ক্ষায় ভরপুর। নতুন বছরে সকলের নতুন স্বপ্নগুলো বাস্তবায়ন হোক। পুরনো বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে নতুন কিছু করার ও এগিয়ে যাওয়ার প্রত্যাশা রইলো। নতুন বছরে প্রতিহিংসা দূর হোক, সকলের মনের আশা পূরণ হোক। দেশের জন্য কল্যাণ বয়ে আনুক নতুন বছর। 

উম্মে সালমা, শিক্ষার্থী, চট্টগ্রাম

সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জেগে উঠুক 

নতুন বছর নিয়ে আসে নতুন করে বাঁচার প্রেরণা ও সকল অশুভের বিনাশের প্রত্যাশা। আসন্নবর্ষে দেশে আসুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। সৃষ্টির সেরা জীব মানুষ হয়েও মানুষে-মানুষে বিদ্বেষ এক বর্বরতার পরিচয়। ধর্মীয়, জাতিগত ও গোষ্ঠীগত ভেদাভেদ বন্ধ হয়ে সৃষ্টি হোক সম্প্রীতি। সকল ধরনের হিংসা বন্ধ হয়ে মানুষের মাঝে আসুক মনুষ্যত্ববোধ। মানুষ মানুষের জন্য আতঙ্কের কারণ না হয়ে হয়ে উঠুক ভরসার স্থান। মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ, সংঘর্ষ, হত্যাসহ যত ধরনের বর্বরতা বিদ্যমান সব দূর হোক এটাই নতুন বছরের প্রত্যাশা।  

কাজী মালিহা আকতার, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ


সর্বশেষ সংবাদ