শহীদ মিনারে জড়ো হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা 

কেন্দ্রীয় শহীদ মিনারে রাজধানীর বিভিন্ন স্থান থেকে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা
কেন্দ্রীয় শহীদ মিনারে রাজধানীর বিভিন্ন স্থান থেকে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা  © টিডিসি ফটো

বিজয় দিবস উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবানে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাজধানীর বিভিন্ন স্থান থেকে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে ইউনিটের ব্যানার হাতে স্লোগান দিতে দিতে আসছেন তারা। ঢাকা ও আশেপাশের এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিট আসছে। 

পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী, নবদম্পতিসহ সাধারণ মানুষ আসছেন। অনেকে পরিবার নিয়ে এসেছেন বিজয় র‍্যালিতে যোগ দিতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে। 

সরেজমিনে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেকে শহীদ মিনারে এসেছেন। ঢাকার বাইরে গাজীপুর থেকে একটি ইউনিট আসতে দেখা গেছে। তবে কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে অনেকে এখন না আসায় র‍্যালি শুরু হয়নি।

আরো পড়ুন: বিজয় দিবসে অসাধারণ জয় পেল বাংলাদেশ

শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ নানান স্লোগানে সরগরম হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গন।

বিজয় দিবস উপলক্ষ্যে অনেকেই পরেছেন লাল-সবুজ রঙের পোশাক। কেউ কেউ গালে একেঁছেন বাংলাদেশের পতাকা। কেউ বেঁধেছেন মাথায়। অনেকে এসেছেন শিশুদের সঙ্গে নিয়ে। তাদের মাথায় ফুল। গালে বাংলাদেশের পতাকা আঁকা। হাসি-আনন্দে উচ্ছ্বসিত সবাই। 


সর্বশেষ সংবাদ