বাংলাদেশ-ভারতের দুই পররাষ্ট্রসচিবের বৈঠক আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ AM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ AM
বাংলাদেশ–ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। আজ সোমবার (৯ ডিসেম্বর) দুই নিকট প্রতিবেশী দেশে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হবে। দুই দেশের পররাষ্ট্রসচিবরা এফওসিতে নেতৃত্ব দেবেন।
গত ৫ আগস্ট বাংলাদেশে হাসিনার সরকারের পতনের পর ভারতের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির এটিই প্রথম ঢাকা সফর। বৈঠকে ভারতকে বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতা বোঝার আহ্বান জানাবে ঢাকা।
জানা গেছে, ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে এটি হবে বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী, তিনি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগে একান্তে বৈঠক করবেন। সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।