ব্যবসা করতে বাংলাদেশে এসে প্রেম, পোশাক কর্মীকে বিয়ে চীনা তরুণের

চেংনাং ও অন্তরা খাতুন
চেংনাং ও অন্তরা খাতুন  © সংগৃহীত

চীনের চায়নার হুনান শহরের তরুণ ব্যবসায়ী চেংনাং। তৈরি পোশাক নিয়ে তার ব্যবসা। চীন বাংলাদেশে এসেছেন পোশাক খাতে ব্যবসা করার জন্য। ব্যবসার কাজে একবার যান গাজীপুরেরের এক পোশাক কারখানায়। সেখানেই প্রথমবার দেখেন পোশাক কর্মীকে অন্তরা খানতুনকে। প্রথম দেখায় দুজনেরই একে-অপরকে ভালো লেগে যায়। 

পরে ফেইসবুকে চলে ভাবের আদান-প্রদান। দুই পরিবারের সম্মতিতে গাজীপুরের একটি আদালতে আইনসম্মতভাবে বিয়ে করেন চীনের তরুণ চেংনাং ও বাংলাদেশের মেয়ে অন্তরা খাতুন। তবে প্রেমিকাকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করতে হয়েছে যুবক চেংনাংয়ের। ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নিয়েছেন সালমান স্বাধীন। 

জানা গেছে, তিন মাস প্রেমের সম্পর্কের পর পরিবারের সম্মতিতে চেংনাং ইসলাম ধর্ম করেন। ২২ সেপ্টেম্বর গাজীপুরের একটি আদালতে তারা বিয়ে করেন।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অন্তরা খাতুনের বাড়ি। বিয়ের পর বর এসেছেন গ্রামের বাড়িতে। বর্তমানে স্ত্রীর সঙ্গে কাজিপুরের বিয়ারা গ্রামে শ্বশুরবাড়িতে দিন কাটছে তার। সাংবাদিকদের সঙ্গে কথা হলে তারা জানান, ভিসা প্রসেসিং শেষ হলে স্বামী-স্ত্রী উড়াল দেবেন চায়নার হুনান শহরে।

অন্তরা খাতুনের দ্বিতীয় বিয়ে এটি। আগের বিয়ে প্রসঙ্গে অন্তরা জানান, ৯ বছর বয়সি একটি মেয়ে থাকা অবস্থায় ৫ মাস আগে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। একমাত্র মেয়ে তার বাবার কাছেই রয়েছে। এসব মেনে নিয়েই সালমান স্বাধীন ওরফে চেংনাং তাকে বিয়ে করেছেন।

বিয়ে প্রসঙ্গে যুবক সালমান স্বাধীন সাংবাদিকদের বলেন, অন্তরাকে প্রথম দেখেই তার ভালো লেগেছিল। এক পর্যায়ে অন্তরার ফেইসবুক আইডি সংগ্রহ করে তাকে বার্তা পাঠান সালমান। সেই থেকে সম্পর্কের শুরু। এরপর প্রেম ও বিয়ে।

অন্তরা খাতুন বলেন, গাজীপুরের পোশাক কারখানায় কাজ করা অবস্থায় চায়না থেকে কিছু বিদেশি ক্রেতার সঙ্গে চেংনাং তাদের কারখানায় আসেন। তখন তাকে দেখে চেংনাংয়ের ভালো লেগে যায়। এরপর ফেইসবুকে কথাবার্তা ও মন দেওয়া-নেওয়া হয়।

অন্তরার বাবা আব্দুর রশিদ ও মা রাহেলা খাতুন বলেন, প্রথমে একটু চিন্তা হয়েছিল, ভিনদেশী একজনের সঙ্গে তাদের মেয়ে কীভাবে সংসার করবে। তবে ধীরে ধীরে তাদের মধ্যে একটি নিবির বন্ধনের সৃষ্টি হয়েছে। ফলে মা-বাবা হিসেবে তারাও চিংনাংকে জামাতা হিসেবে মেনে নিয়েছেন। এখন দুজনের সুখের সংসার হবে, এটাই সবার প্রত্যাশা।


সর্বশেষ সংবাদ