চিন্ময় দাসের জামিন শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে

চিন্ময় কৃষ্ণ দাস
চিন্ময় কৃষ্ণ দাস  © সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে মঙ্গলবার (৩ ডিসেম্বর)। আদালত সংশ্লিষ্ট এক কর্মকর্তা রবিবার (১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, 'শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল। গত বুধ ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। রবিবার আদালতের কার্যক্রম শুরু হলে শুনানির তারিখ জানা যায়।'

এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজুর রহমান বলেন, 'আগামী ৩ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে।' 

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালত। এরপর কারাগারে পাঠানোর জন্য চিন্ময় দাসকে প্রিজনভ্যানে তোলা হলে বাধা দেন তার অনুসারীরা। সেদিনের সংঘর্ষে  সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা হত্যা করা হয়।


সর্বশেষ সংবাদ