বিভাগ হলে কুমিল্লা নামেই হবে: আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  © সংগৃহীত

নোয়াখালী এবং কুমিল্লাকে আলাদা নামে প্রশাসনিক বিভাগ হিসেবে প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। তবে সম্প্রীতি কুমিল্লাকে বিভাগ হওয়ার সমর্থন জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।

এই সময় তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের সময় স্বৈরাচার হাসিনা বলেছিল কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে হবে না। এই অঞ্চলের দাবি কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার। এ ব্যাপারে আলোচনা করব এবং দ্রুততা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এই সময় তিনি আরও জানান, অনেক রক্তপাতের পর আজ দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছি। এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। অনেকেই শহিদ হয়ে আমাদের ঋণী করে গেছেন। তাদের ঋণ পরিশোধের জন্য সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি সেই নতুন বাংলাদেশ গড়তে হলে সবার কিছু দায়িত্ব আছে। সবাইকে যার যার দায়িত্ব তাকে পালন করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তরুণ প্রজন্মকে নিজেদের প্রস্তুত করতে হবে। 

আরও পড়ুন: ভারতের আশীর্বাদ নয়, জনগণ ক্ষমতায় আসার একমাত্র পথ: আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মুরাদনগরে ইতোমধ্যেই ২০টির অধিক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে কিছু নির্দিষ্ট জায়গায় উন্নয়ন হতো। এখন থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে সমানভাবে উন্নয়ন হবে। উন্নয়ন করার ক্ষেত্রে কোনো বৈষম্য রাখা হবে না।

অনুষ্ঠানের শেষে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মোট ৩৫ জন শহিদের পরিবারকে অর্থ সহযোগিতা দেওয়া হয়।

উল্লেখ্য, কুমিল্লা ও নোয়াখালী বিভাগ তৈরির দাবি দীর্ঘদিনের। এই অঞ্চলকে বিভাগ প্রস্তাব করার পর থেকে কুমিল্লা এবং নোয়াখালী আলাদা করে নিজেদের নামে বিভাগের নাম চেয়ে বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছে উভয় জেলা। তখন শেখ হাসিনা বলেন, কুমিল্লার নামের সঙ্গে খন্দকার মোশতাকের সম্পর্ক থাকায় ঐতিহাসিক কারণে ওই নামে বিভাগ গঠন সম্ভব নয়। তিনি তখন, নতুন বিভাগের নাম হবে 'মেঘনা' বলে ঘোষণা দেন।


সর্বশেষ সংবাদ