ইসকনকে জঙ্গি আখ্যা

উগ্রবাদী সংগঠন নিষিদ্ধের দাবি জানালেন সারজিস আলম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম  © সংগৃহীত

ধর্মীয় উগ্রবাদী সংগঠন নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, যেসব উগ্রবাদী সংগঠন ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক সংঘাত ও অস্থিতিশীলতা তৈরি করছে, সেগুলো নিষিদ্ধ করা হোক। শনিবার (৩০ নভেম্বর) ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে একটি আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি।

এসময় বক্তব্য রাখতে গিয়ে সারজিস আলম চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে বলেন, ইসকনের কিছু উগ্রবাদী সদস্যরা আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে দিনেদুপুরে বিভীষিকাময় হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের জঙ্গি বলতে আমার কোনো দ্বিধা নেই।

অনুষ্ঠানে সারজিস আলম বলেন, খুনি হাসিনা ও তার দোসরেরা আমাদের ব্যর্থ করার চেষ্টা করছে। কিন্তু আমরা বেঁচে থাকলে কোনো শহিদ পরিবার বা আহতদের গায়ে একটি টোকাও লাগতে দেব না।

তিনি আরও বলেন, কালো শকুনদের চক্রান্ত থামেনি। আমাদের লক্ষ্য শহিদ পরিবারের পাশে থাকা এবং উগ্রবাদ মোকাবিলা করা।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত ৫৫ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।


সর্বশেষ সংবাদ