৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১০:১৮ AM , আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১১:০২ AM
ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (জাবি) আফসানা করিম রাচি নিহতের ঘটনার প্রতিবাদে এবং ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।
বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশাপাশি প্রান্তিক গেটেও তালা মারেন শিক্ষার্থীরা।
তবে ওই সময় বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো থেকে কোনো যানবাহনকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হতে দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন গেটে অবস্থানরত অবস্থায় ‘আমার বোন মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘আমরা সবাই রাচির ভাই, রাচি হত্যার বিচার চাই’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে?’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দায়িত্বরত গার্ড পারভেজ বলেন, ‘সকাল এসে শিক্ষার্থীরা গেটে তালা মেরে গিয়েছে। সকাল থেকেই আমরা কোনো যানবাহন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতে দেই নাই।’
বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আদৃতা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বোন রাচির মৃত্যুর প্রতিবাদে এবং আমাদের ৮ দফা দাবি পূরণের জন্য আমরা আজ এই ব্লকেড কর্মসূচি পালন করছি। গতকালকে প্রশাসন থেকে ঘোষণা আসার আগেই আমরা ৫৩ ব্যাচ সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছি। প্রশাসন ৪৮ ঘণ্টা সময় নিয়েছে আমাদের দাবিগুলো পূরণের জন্য। এর মধ্যে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখতে পেলে আমরা সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করব এবং সিনিয়র সব ব্যাচকেও আমাদের সঙ্গে সংহতি জানানোর জন্য আহ্বান করব।’
এর আগে গতকাল মঙ্গলবার রাতে আফসানার নিহত হওয়ার পর ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন, সার্বিক নিরাপত্তাসহ আট দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর রাত পৌনে ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা।
তবে ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণের অগ্রগতি না দেখা গেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।