১৯ নভেম্বর ২০২৪, ১৩:৪৮

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে সড়ক ছাড়লেন সাদপন্থীরা 

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে সড়ক ছাড়লেন সাদপন্থীরা 
প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন তাবলিগ জামাতের সাদপন্থীরা  © সংগৃহীত

টঙ্গীর বিশ্ব ইজতেমায় মাওলানা মোহাম্মদ সাদ কান্ধালভিকে আসার অনুমতি দিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তার প্রেস সচিব মো. শফিকুল আলম। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার আশ্বাস পেয়ে কাকরাইল মোড় থেকে সরে যান তারা। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্মারকলিপি প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে। তিনি যে সিদ্ধান্ত নেবেন, তা জানিয়ে দেওয়া হবে।

তাবলিগ জামাত বাংলাদেশের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে লেখা হয়, ‘বিপুল ত্যাগ-তিতিক্ষা ও গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের সফলতার মাধ্যমে সমস্ত জুলুম-অত্যাচার দূর হয়ে রাষ্ট্রের সকল স্তরে যাতে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত হয় এজন্য আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে অন্তর থেকে দোয়া করি।’

আরও পড়ুন: সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে উত্তেজনা, কাকরাইল মসজিদে নিরাপত্তা জোরদার

এতে আরও আরও লেখা হয়, ‘আপনি অবহিত আছেন যে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। আজ থেকে প্রায় একশ বছর আগে ভারতের দিল্লিস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হজরত মাওলানা ইলিয়াছ (রহ:) রসুলুল্লাহ (সা:) ও সাহাবা (রা.) এর তরিকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানেও উক্ত নিজামুদ্দীন বিশ্ব মার্কাজ মসজিদ (সদর দপ্তর) হতে বিশ্ব আমির হজরত মাওলানা সাদ কান্দলভী (দা: বা:) এর নেতৃত্বে দাওয়াত ও তাবলিগের মেহনত সমগ্র পৃথিবীতে পরিচালিত হচ্ছে এবং ক্রমাগত প্রচার-প্রসার লাভ করছে আলহামদুলিল্লাহ।’

কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ মনসুর বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল মাওলানা সাদের নামের অপবাদ দিয়েছেন। আগের সরকারের থেকে আমরা নির্যাতিত হয়েছি।’ 

আরও পড়ুন: তাবলিগের মাঠে আমরা সাত বছর বঞ্চিত হচ্ছি : মুয়াজ বিন নূর

এর আগে সকালে কাকরাইল মোড়ে অবস্থান নেয় সাদপন্থীরা। পরে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে রওনা হন তারা। এ সময় পুলিশি বাধার মুখে পড়ে রমনায় সড়কের ওপর অবস্থান নেন সাদপন্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়।