ট্রেনে শিক্ষার্থীদের পাথর নিক্ষেপের ঘটনায় হতে পারে মামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:১২ PM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ রেখেছেন। শিক্ষার্থীদের এ কর্মসূচি থেকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এই বিষয়ে মামলা করার চিন্তা করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে ট্রেনে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। নোয়াখালী থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। সংশ্লিষ্ট সূত্র হামলা ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, দরজা-জানালার ৩৮টি কাচ ভেঙে গেছে। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে মামলা করার চিন্তা করছে রেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে রেলওয়ে কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এখনো মামলা হয়নি। সন্ধ্যায় পুলিশ-আরএনবি রেল প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাত্রীদের আহত করার সংক্রান্ত ঘটনায় মামলার ব্যাপারে সিদ্ধান্তে নেওয়া হতে পারে।’
এর আগে বেলা ১১টার পর থেকে মহাখালীর রেলগেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এছাড়া মহাখালী রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে ট্রেনের যাত্রী থেকে শুরু করে বাসের শত শত যাত্রীও চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।