জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে প্রতারণা, সতর্কতা জারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:১৬ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:১৬ AM
জুলাই আন্দোলনে আহত-নিহতদের সেবার গড়ে ওঠা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণার পরিকল্পনা করছে একটি চক্র। তারা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ফেনী’ নামের একটি ভুয়া কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
এদিকে প্রতারকচক্রের ফাঁদে পা না দিতে সবাইকে সতর্ক করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ফেসবুক পেজে একটি সতর্কতা নোটিশ শেয়ার করা হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, ‘প্রতারক হতে সাবধান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জেলা পর্যায়ে কোনো কমিটি নেই, তাই এ ধরনের প্রতারক হতে সাবধান।
এতে আরো বলা হয়েছে, ‘আহত ব্যক্তিদের বা শহীদদের পরিবারকে সাহায্য করা বা যেকোনো তথ্য দিয়ে সহায়তা করা প্রসঙ্গে এবং সেই সাথে আপনার সদয় সহযোগিতা প্রসারিত করা সংক্রান্ত সকল ধরনের সহায়তা পেতে পারেন ঢাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস থেকে।’
যোগাযোগ করুন এই ঠিকানায় : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে, বিএসএল অফিস কমপ্লেক্স, শাহবাগ, বিল্ডিং নম্বর : ২য় (৪র্থ তলা), হোটেল ইন্টারকন্টিনেন্টালের দক্ষিণে অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিশিয়াল নম্বর ১৬০০০ থেকে তথ্য সংগ্রহ করুন।