ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
অফিস সহকারীকে পদত্যাগ করতে বাধ্য করল শিক্ষার্থীরা
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ PM
ঝালকাঠির সদর উপজেলার মানপাশা শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অফিস সহকারী কাম হিসাব সহকারী আরিফ মাহমুদকে পদত্যাগ করতে বাধ্য করল এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ওই দিনই রাতে পারিবারিক মীমাংসার মাধ্যমে তাদের বিবাহ হয়। পরের দিন তাদের বিবাহের বিচ্ছেদ ঘটে। এ বিষয় নিয়ে কয়েক দফায় ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে বৈঠক হয়। কিন্তু আরিফ ওই শিক্ষার্থীর সঙ্গে সংসার করতে অস্বীকৃতি জানান।
আরও পড়ুন: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিকদার বলেন, ‘ঘটনার দিন সকাল থেকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদে ছিলাম। শুনছি বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর তোপের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য করেছেন।’
এ বিষয়ে আরিফ মাহমুদ বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে এমনটা করা হয়েছে। আমি ওই মেয়ের সঙ্গে সংসার না করার কারণে এমনটা করেছে। মূলত আমার সঙ্গে যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তারা চাকরি থেকে বাদ দেওয়ার জন্য এমনটা করেছে।’