নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৪:০৪ PM
নেত্রকোনার মদনে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)।
জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান করে। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরও পড়ুন: নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর বলেন, মাদক ও চোরাচালানের সংবাদের পরিপ্রেক্ষিতে যৌথ অভিযান চালানো হয়। একটি রাইফেলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তারা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
মদন থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, আসামিরা থানা হেফাজতে আছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।