জয়পুরহাটে পুকুর দখল নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ৬
- জয়পুরহাট প্রতিনিধি
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৯:৪১ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০৯:৪১ AM
জয়পুরহাটে সরকারি খাস পুকুর দখল নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এত উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের পক্ষ থেকে থানায় মামলার পর ৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব।
শুক্রবার (১ নভেম্বর) রাতে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে আসামি আটকের তথ্য জানানো হয়। এর আগে এদিন সকাল ৯টার দিকে সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া কোচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাশেদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানসহ পুলিশ-প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন, পেঁচুলিয়া গ্রামের রাজেন বর্মন (৭৫), মিঠুন চন্দ্র (২৬), বিজলী রাণী (৪০), অর্চনা রাণী (৪৩), পবিত্রা রাণী (৪৫) ও ভারতী রাণী (৪৫) এবং জিতারপুর গ্রামের আ. ছালাম (৫৫)। তারা জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর অন্যরা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় অপরপক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম তেঁতুলিয়া গ্রামে সরকারি খাস একটি পুকুর দখলকে কেন্দ্র করে ওই গ্রামের হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে সুভাষ নামের একজন বাদী হয়ে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।