২২ অক্টোবর ২০২৪, ১৩:২৪

২০ বছর পরও চাকরি ফেরত পাবেন তারা: আশরাফুল খোকন

আশরাফুল আলম খোকন  © সংগৃহীত

প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে আড়াই শতাধিক ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করা হচ্ছে বলে জানিয়েছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে অতিরিক্ত আইজিপি বলেন, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ‘ডিসচার্জ’ করা হচ্ছে। এটার প্রসেস চলছে। এ বিষয়ে চিঠি ইস্যু হচ্ছে।

এর আগে ১৭ অক্টোবর তাদের ছুটিতে পাঠানো হয়েছিল।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছেন, ২০ বছর পর হলেও এসব এসআই বেতন-ভাতা এবং পদোন্নতিসহ চাকরি ফেরত পাবেন।

আরও পড়ুন: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: ২৫২ এসআইকে অব্যাহতি

তিনি পোস্টে লেখেন, ‘বছর মেয়াদি ট্রেনিং শেষে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনে চূড়ান্তভাবে নিয়োগের ঠিক আগে পুলিশের ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ঠিক একই কায়দায় বিসিএস ক্যাডারের ৬২ জন এএসপিকে অব্যাহতি দেওয়া হয়।’

‘নিশ্চিত থাকেন, ২০ বছর পর হলেও ওনারা এতদিনের সকল বেতন-ভাতা এবং পদোন্নতিসহ চাকরি ফেরত পাবেন। আগের ইতিহাস তাই বলে। কারণ, তাদের সাথে সম্পূর্ণ বৈষম্য এবং প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছে।’

দ্রব্যমূল্যের দাম নিয়ে তিনি বলেন, ‘এই অমানবিক কাজগুলো করার আগে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের মানসিক অবস্থা বুঝার চেষ্টা করা উচিত ছিল। যা করছেন, এসব পাপ, পাপের প্রায়শ্চিত্ত অবধারিত। এইসব অমানবিক কাজ না করে চাল, ডাল, তেল, লবণ, চিনি, ডিম, কাঁচা মরিচের দাম কমিয়ে যোগ্যতা দেখান।’