টানা ছুটির পর আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ AM , আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ০৮:১৯ AM
দীর্ঘ ১১ দিনের ছুটিতে কাটিয়ে খুলছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার (২০ অক্টোবর) শুরু হচ্ছে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা এগারো দিনের ছুটিতে ছিল স্কুলকলেজ।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।
এ বিষয়ে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকালেই প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করছিলাম। বেশ উৎফুল্ল আমাদের শিক্ষার্থীরা। বন্ধের আগে দেশের যে পরিস্থিতি নিয়ে ছাত্রদের মধ্যে যে উৎকণ্ঠা ছিল, সেগুলোও কাটিয়ে উঠেছে আশা করি।