খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেফতার

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল  © সংগৃহীত

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে র‍্যাব। সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার (১৫ অক্টোবর) ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র‍্যাব-৬ ও র‍্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

রশীদুজ্জামান পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। খুলনা-৬ আসন থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে রশীদুজ্জামান মোড়ল সংসদ সদস্য পদ হারান।


সর্বশেষ সংবাদ