গণমাধ্যম কর্মীদের হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি গঠন
গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটিতে অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) প্রধান করে আট সদস্যের কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সোমবার (৭ অক্টোবর) মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
কমিটিতে কমিটিতে অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) প্রধান করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধান তথ্য কর্মকর্তা, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস)।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি আবরারের ভাইয়ের
কমিটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করবে এবং সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করবে।