বজ্রবৃষ্টির আভাস লঘুচাপে, বাড়তে পারে তাপমাত্রাও

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির ফলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির ফলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  © সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির ফলে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক আবহাওয়া বিজ্ঞপ্তিতে এই পূর্বভাস জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

শুক্রবার সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তেও পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এ ছাড়া রাত থেকে শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। তবে পরবর্তী ২৪ ঘণ্টা তাপমাত্রা পুনরায় সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ুঅক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


সর্বশেষ সংবাদ