কাল থেকে স্বাভাবিক সূচিতে সেবা দেবে হাসপাতালগুলো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ PM
দেশের প্রতিটি হাসপাতালে আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে পুনরায় স্বাভাবিক সূচিতে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এই তথ্য জানান হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক আব্দুল আহাদ।
তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে দুই ঘণ্টা আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। এরপর সকাল ১০টা থেকে আমাদের বহির্বিভাগে সেবা চালু হয়েছে। চিকিৎসকরাও বহির্বিভাগসহ অন্যান্য বিভাগে কাজে যোগ দিয়েছেন। আগামীকাল (বুধবার) থেকে সারা দেশের হাসপাতালগুলোতে স্বাভাবিক সূচিতে চিকিৎসাসেবা দেওয়া হবে। এতে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতিহীন হয়ে পড়া স্বাস্থ্যসেবা খাত আবারও গতিশীল হয়ে উঠবে প্রত্যাশা তাদের।
এর আগে গত রবিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়ে ৪ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রোববার রাত পৌনে আটটার দিকে প্রায় ১২ ঘণ্টা পর কর্মবিরতি স্থগিত করে কাজে ফেরেন তারা।