সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী  © ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া মাহফিলের আয়োজন করেছে মুসুল্লি পরিষদ।

জানা গেছে, সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে জামায়াত। বায়তুল মোকাররমে বিকাল ৪টা থেকে এশা পর্যন্ত দোয়া মাহফিল চলবে। এছাড়া দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসাতেও দোয়ার আয়োজন করা হবে। 

কারাবন্দি অবস্থায় ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মৃত্যুবরণ করেন সাঈদী। সেদিন রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে আল্লামা সাঈদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল।
 
শারীরিক জটিলতা বিবেচনা করে সাঈদীকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করেছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ