নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে মানববন্ধন

  © সংগৃহীত

নতুন শিক্ষা কারিকুলাম বাতিল চেয়ে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। আজ শনিবার (১০ আগস্ট) সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন শিক্ষা কারিকুলাম ‘কোমলমতি শিশুদের মেধা, শিক্ষা ও নৈতিকতা ধ্বংসকারী’ কারিকুলাম। তাই নতুন কারিকুলাম বাতিল করে প্রচলতি কারিকুলাম দিতে হবে। নতুন এ কারিকুলাম আমরা বুঝি না। আমরা বার্ষিক পরীক্ষা চাই। সিম্বল পরীক্ষা আমরা চাই না।

তারা আরও বলেন, সইতে সইতে এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের সন্তানকে প্রকৃত মানুষ করতে পারছি না। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাই আমরা এটা বাতিল চাই। আমরা আশাবাদী নতুন দায়িত্ব নেওয়া সরকার এটি অবিলম্বে বাতিল করে দেবেন।

মানববন্ধন কর্মসূচিতে অভিভাবক রোজী খন্দকার, সাঞ্জিদা সুলাতানা, সায়লা সুলতানা, সাখাওয়াত হোসেন, তানিয়া খাতুন, আফরোজা খন্দোকারসহ বিভিন্ন শ্রেণির অন্তত ১০টি স্কুলের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ