সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরে আটক

জুনাইদ আহমেদ পলক
জুনাইদ আহমেদ পলক  © ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টাকালে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (৬ আগস্ট) দিল্লি পালানোর সময় বিমানবন্দরে আটক হয়েছেন তিনি। বেবিচকের দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে। 

জানা গেছে, নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে, শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টায় ওই ঘটনার সূত্রপাত হয়। শিমুলের বাড়ি থেকে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গণমাধ্যমে শেখ হাসিনা ও শেখ রেহানার দেশ ছেড়ে যাওয়ার খবর প্রচারের সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতা শহরের প্রধান সড়কে নেমে উল্লাস করতে থাকেন। হাতে লাঠিসোঁটা ও জাতীয় পতাকা নিয়ে নানা বয়সের মানুষ দৌড়াদৌড়ি করতে থাকেন। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করাতেও দেখা যায়।


সর্বশেষ সংবাদ