আসিফ মাহতাবের জামিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০২:১৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ০২:৪৫ PM
কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তার জামিন মঞ্জুর করেন।
আসিফ মাহতাবের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, আজ আসিফ মাহতাবের জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজই তিনি কারামুক্ত হবেন বলে প্রত্যাশা করছি।
গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলাটিতে সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ মামলায় গত ২৯ জুলাই তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে গত ৩ আগস্ট কারাগারে পাঠানো হয়।