খালেদা জিয়ার মুক্তি যে কোনো সময়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১০:১৭ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ১১:১০ PM
যে কোনো সময় মুক্তি পেতে পারেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এ তথ্য জানান।
আজ সোমবার (৫ আগস্ট) রাতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শফিকুর রহমান এ তথ্য জানান।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, সংসদ বিলুপ্ত, গত জুলাই থেকে যারা মারা গেছেন তাদের নিয়ে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এ সময়ে যারা আটক হয়েছেন তাদের মুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।