সাধারণ মানুষের দখলে গণভবন

গণভবন
গণভবন

সব বাধা উপেক্ষা করে গণভবনে প্রবেশ করেছে সাধারণ মানুষ। সোমবার বেলা ৩টায় উল্লাস করতে করতে গণভবনে প্রবেশ করেন সাধারণ মানুষ।

এর আগে গণভবনের সব নিরাপত্তা তুলে নেওয়া হয়।

এদিকে গণভবনে ঢুকে সাধারণ মানুষকে সেখানকার বিভিন্ন জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা গেছে। এ সময় কারো হাতে চেয়ার-ফ্যান, কারো হাতে মাছ-মাংস মুরগীও দেখা গেছে।

এর আগে সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।


সর্বশেষ সংবাদ