খুনের প্রতিবাদ ও সরকারের পদত্যাগ চেয়ে আবাসিক এলাকাতেও নামলো মানুষ

  © টিডিসি ফটো

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহতের জন্য দায়ী করে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে রবিবার (৪ আগস্ট) সর্বাত্মক অসহযোগ কর্মসূচির ডাক দেওয়া হয়। শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। একইদিনে ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত কর্মসূচির ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

রবিবার সকাল থেকেই রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্নস্থানে আন্দোলনকারী, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্রিমুখী অবস্থানের খবর পাওয়া যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে দ্বিমুখী, ত্রিমুখী সংঘর্ষের খবর আসতে থাকে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশসহ সারা দেশে সর্বশেষ ৯৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ, এদের অনেকেই গুলিবিদ্ধ। এই সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে অংশ নিয়েছেন অভিভাবকরাও। তাদের কেউ কেউ আন্দোলনকারীদের পানি ও বিস্কুট খেতে দিয়েছেন। আবার অনেকে আহতদের চিকিৎসা করতে নিয়ে গেছেন হাসপাতালে।

এদিকে, রবিবার রাতে ঢাকার রামপুরায় হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট আবাসিক এলাকার সড়কে বিভিন্ন বাসাবাড়ি থেকে বাবা মা সন্তান, ভাই বোন আত্মীয় স্বজন মিলে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।

এসময় তারা সরকারের পদত্যাগ জানিয়ে নানা স্লোগান দেয়। সরকারের পদত্যাগ চেয়ে রাস্তায় গ্রাফিতি আঁকে এবং দেয়াল লিখন করতেও দেখা গেছে। তাছাড়া সেসময় আন্দোলনকে কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনায় অনেককে দুঃখকাতর হয়ে প্রতিবাদ ও ক্ষোভ জানাতে দেখা যায়।


সর্বশেষ সংবাদ