প্রশ্নফাঁসে চাকরি পাওয়াদের সাংবাদিকদের খুজেঁ বের করার আহ্বান প্রধানমন্ত্রীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৫:০৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৪, ০৫:১২ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা প্রশ্নফাঁস করে এবং যারা ফাঁস হওয়া প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তারা তো সমান অপরাধী। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।
শেখ হাসিনা বলেন, কিন্তু প্রশ্ন হলো, এখন তাদের খুঁজে দেবে কে? খুঁজে পেলে, প্রমাণ পেলে অবশ্যই ফাঁস হওয়া প্রশ্নে চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিএসসির প্রশ্নফাঁস প্রসঙ্গে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সুবিধাভোগীদের তালিকা ও প্রমাণ জোগাড়ের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।