দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি: সংসদে প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সে যে-ই হোক, দুর্নীতি করলে কারও রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের এমন অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বক্তব্যে বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি।

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মো. মতিউর রহমানসহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তার দুর্নীতির নানা অভিযোগ নিয়ে আলোচনার মধ্যেই সরকারপ্রধানের কাছ থেকে এমন বক্তব্য এল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে তাঁর বক্তব্যে কালোটাকা সাদা করার সুযোগ রাখার বিষয়েও কথা বলেন। প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এর পক্ষে-বিপক্ষে সংসদে ও সংসদের বাইরে নানা আলোচনা হচ্ছে। এই বিধান রাখার কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, এটা কালোটাকা সাদা না। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। ঢাকায় যার এক কাঠা জমি আছে, সে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে গিয়ে অতিরিক্ত অর্থ চলে আসে। সেটা তারা দেখাতে পারে না, আয়কর দিতে পারে না। আয়কর দিয়ে যাতে মূল জনগোষ্ঠীতে ফিরে আসে...এ ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সে জন্য মাঝেমধ্যে এ ধরনের সুযোগ দেওয়া হয়।

সরকারপ্রধান বলেন, এ ধরনের সুযোগ (কালোটাকা সাদা করা) খালেদা জিয়া নিয়েছিলেন, ড. কামাল হোসেন নিয়েছিলেন, আরও অনেকেই নিয়েছিলেন।...এমনকি বিএনপির সাইফুর রহমানও করেছেন। এরশাদ সাহেবও মনে হয় করেছেন…খোঁজ নিতে হবে। তিনি না করলেও কেউ না কেউ করেছে।


সর্বশেষ সংবাদ