মহাসড়কে পড়েছিল তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৮:৫৫ AM , আপডেট: ২৭ জুন ২০২৪, ০৮:৫৯ AM
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরে রুমি আক্তার (২৫) নামে এক তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মরদেহটি ক্ষতবিক্ষত থাকায় প্রথমে পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরে পিবিআই সদস্যরা এসে বুধবার (২৬ জুন) দুপুরে মরদেহের পরিচয় শনাক্ত করে।
নিহত রুমি আক্তার উপজেলার পাচ্চর ইউনিয়নের হোগলার মাঠ এলাকার সোহরাব বেপারীর মেয়ে। পাঁচ্চরের একটি প্রাইভেট হাসপাতালে কর্মস্থলে যাওয়ার পর এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা দাবি করেছে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের মুন্সিরবাজার সংলগ্ন ৪নং ব্রিজের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীরে ক্ষতবিক্ষত থাকায় প্রথমে পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত হলে পরিবারের লোকজন বিষয়টিকে নিছক দুর্ঘটনা নয় বলে জানান। পরে তাদের আইনগত ব্যবস্থা নিয়ে শিবচর থানায় পাঠানো হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘মরদেহটি ঢাকাগামী লেন থেকে উদ্ধার করা হয়েছে। তবে সড়ক দুর্ঘটনায় নিহত নয় বলে আমাদের কাছেও সন্দেহ হচ্ছে। মরদেহটির শরীরের চিহ্ন গাড়িচাপায় আঘাতের মতো নয়। পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’