ছাগলকাণ্ড নিয়ে কোনো প্রশ্নের জবাব দেব না: এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম
এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম  © সংগৃহীত

কোরবানির পশুর হটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে এখন অনলাইনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ১৫ লাখ টাকার খাসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই খাসি ও তার ক্রেতাকে নিয়ে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। কোরবানি শেষ হলেও থামছে না এ ছাগলকাণ্ড; সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড়। 

তবে এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘এটা কোনো প্রশ্ন নয়। এটা নিয়ে কোনো প্রশ্নের জবাব দেব না।’

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে বাংলাদেশের বাণিজ্য নীতির বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নির্দেশনা নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কারো প্রশ্নের উত্তর দেব না। এটা কোন প্রশ্ন না।’

এর আগে, সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় ছাগল কেনেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের বড় ছেলে মুশফিকুর রহমান ইফাত। ছাগলের সাথে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, রাজধানীর ধানমণ্ডি ৮ নম্বরে নিজস্ব বাড়ি রয়েছে মুশফিকুর রহমান ইফাতের পরিবারের। এছাড়া তার পরিবার রাজধানীর রমনা থানার সেগুনবাগিচা এলাকায় সরকারি বাসায় থাকে। ইফাত নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন।

 

সর্বশেষ সংবাদ