নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদের ইন্তেকাল

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ
নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ  © সংগৃহীত

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৪ জুন) ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। 

শুক্রবার জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

আরো পড়ুন: চাঁদাবাজিতে জড়িতরাই চাঁদাবাজি বন্ধের দ্বায়িত্ব পায়: যাত্রী কল্যাণ সমিতি

পরিবার সূত্রে জানা গেছে, দু’মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি হন। এরআগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর স্বাস্থ্যের অবনতি হলে সিএমএইচে ভর্তি করা হয়। আব্দুর রশীদ টেলিভিশন চ্যানেলের পরিচিত মুখ। বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত কলাম লিখতেন তিনি।


সর্বশেষ সংবাদ